Young Bengal Network

সামাজিক সুরক্ষা যোজনা SSY [ Samajik Suraksha Yojana ] 2022-23


 

সামাজিক সুরক্ষা যোজনা  SSY [ Samajik Suraksha Yojana ]  সামাজিক সুরক্ষা যোজনা SSY [ Samajik Suraksha Yojana ] 2021-22



সামাজিক সুরক্ষা যোজনা  SSY [ Samajik Suraksha Yojana ]  2021-22
২০১৭ সাশে সমগ্র পশ্চিমবঙ্গে চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গে বাস করতে হবে। বয়স 18 থেকে 60 হতে হবে এবং পারিবারিক উপার্জন মাসে 65 হাজার টাকার বেশি হওয়া চলবে না।নির্মাণ কর্মী এবং পরিবহন কর্মীদের জন্য আয়ের ঊর্ধ্বসীমা নেই।

               সামাজিক সুরক্ষা যোজনা 
            [ Samajik Suraksha Yojana ]

                   কি কি সুবিধা পাবেন ✓
         

শিক্ষা [ Education ]  সুবিধা 
_______________________________

( 1 )  CLASS 11 পরাশোনা করার জন্য ৪,০০০ টাকা পাবেন ।

( 2 ) Class 12 ( H.S ) পরাশোনা করার জন্য ৫,০০০ টাকা পাবেন ।

( ৩ ) পলিটেকনিক পরাশোনা করার জন্য বাৎসরিক ১০ হাজার হাজার টাকা 

  ( ৪ ) ডাক্তারি/ইঞ্জিনিয়ারিং নিয়ে পরাশোনা করার জন্য বাৎসরিক ৩০ হাজার টাকা করে লাভ পাবেন।

  ( ৫ ) আই টি আই ( ITI ) প্রশিক্ষণরত বাৎসরিক ৬ হাজার  টাকা করে লাভ পাবেন ।
 
( ৬ )  স্নাতক স্তরে পাঠরত (কলা/বিজ্ঞান/বাণিজ্য) বাৎসরিক ৬ হাজার টাকা করে লাভ পাবেন ।

( ৭ ) দুটি কন্যা সন্তান এর স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা শেষ করার জন্য প্রত্যেক কে ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হবে ।এই সুবিধা ওই কন্যাদের পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অবিবাহিত থাকলে তবেই টাকা প্রদান করা হবে।

              স্বাস্থ্য ও পরিবার কল্যাণ: ( ✓ )
                   সামাজিক সুরক্ষায় সুবিধা

                  __________________________

                       Points  No -( 1 )

আবেদনকারী বা তার পরিবারের সদস্যরা ২০,০০০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন অসুস্থতার কারণে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম
( West Bengal Health Scheme )-২০০৮ -এর অন্তর্ভুক্ত হাসপাতালে ।

                       Points  No -( 2 )

শল্য চিকিৎসার ক্ষেত্রে একজন উপভোক্তা এবং অথবা তার পরিবারের সদস্যরা সর্বোচ্চ ৬০,০০০০ হাজার টাকা বাৎসরিক আর্থিক সাহায্য পাওয়ার অধিকারী হবেন।

                       Points  No -( 3 )

দুর্ঘটনাজনিত কারণে একজন উপভোক্তার কর্মদিবস নষ্ট হলে, ওই উপভোক্তা কে প্রথম ৫ দিনের ১,০০০  টাকা এবং বাকি দিনগুলি প্রতিদিনের জন্য অতিরিক্ত ১০০ টাকা করে সর্বোচ্চ ১০,০০০ হাজার টাকা পর্যন্ত দেওয়া যাবে। এই সুবিধা কেবলমাত্র উপভোগ তাকেই দেওয়া হবে।

            ভবিষ্যনিধি [ Life Time ] 
            সরকারের নতুন ঘোষণা

            ____________________________

          ১ )    উপভোক্তা - মাসিক ২৫ টাকা

          ২)   সরকারি অনুদান-মাসিক ৩০ টাকা

          ৩)    কেন্দ্রীয় সরকার সময়ে সময়ে যে হারে সাধারন ভবিষ্যনিধি প্রকল্প সুদ প্রদান করে রাজ্য সরকারও সেই হারে ওই কর্মচারীর তহবিলে সুদ প্রদান করে।

          ৪) কর্মচারীর ৬০বছর বয়স উত্তীর্ণ হলে অথবা ওই প্রকল্পে গ্রাহকের একাউন্ট বন্ধ হয়ে গেলে অথবা মৃত্যুর কারণে একাউন্ট চালু না থাকলে সুদ সহ সমস্ত পুঞ্জিভূত টাকা ওই শ্রমিককে অথবা তার মনোনীত ব্যক্তিকে বা বৈধ উত্তরাধিকারী কে ফেরত দেওয়া হবে।


         ৫ ) মৃত্যু ও শারীরিক অসমর্থ্যতা:মৃত্যু: দুর্ঘটনার কারণে মৃত্যু হলে দুই লক্ষ টাকা প্রদান। স্বাভাবিক মৃত্যুকে ৫০,০০০০ হাজার টাকা প্রদান শারীরিক অসমর্থ্যতা: উপভোক্তার ন্যূনতম ৪০%  শারীরিক অসমর্থতা থাকলে ৫০,০০০০ হাজার টাকা প্রদান।  উপভোক্তার দুর্ঘটনাজনিত কারণে দুটি চোখের দৃষ্টিশক্তি হারালে, দুটি হাতের কর্মক্ষমতা অথবা দুটি পায়ের চলশক্তি শক্তি হারালে ২,০০০,০০০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। উপভোক্তার দুর্ঘটনাজনিত কারণে একটি চোখের দৃষ্টিশক্তি হারালে, ১,০০০,০০০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ।

                সামাজিক সুরক্ষা যোজনা 
            [ Samajik Suraksha Yojana ]


আবেদন পদ্ধতি /সামাজিক সুরক্ষা যোজনা আবেদন :-

      ১ ) Online Apply এবং Offline এ আবেদন করা যাবে ।

Notice :-
সামাজিক সুরক্ষা যোজনা PDF
Download বা Online From আমাদের Website থেকে Download করেনিতে পারেন ।










1 comment: