প্রধানমন্ত্রীর নতুন প্রকল্প | ESanjeevani




                        প্রধানমন্ত্রীর নতুন প্রকল্প
                             ই সঞ্জীবনী প্রকল্প

                          __________________

   ভারতের প্রধানমন্ত্রী সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নতুন প্রকল্প বাস্তবায়ন করতে       
ই-সঞ্জীবনী প্রকল্প চালু করে ।

                       
                       প্রধানমন্ত্রীর নতুন প্রকল্প
                 ESanjeevani প্রকল্পে কি কি সুবিধা

              ________________________________

ই-সঞ্জীবনী একজন ডাক্তার থেকে রোগীর টেলিমেডিসিন সিস্টেম ভারত সরকারের আয়ুষ্মান ভারত স্কিমের অধীনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মিনিস্ট্রির জন্য জাতীয়ভাবে নিযুক্ত করা হয়েছে। ই -সঞ্জীবনী ওপিডির মাধ্যমে যে কেউ অডিও এবং ভিডিওর মাধ্যমে চিকিৎসা পরামর্শ এবং ওষুধ চাইতে পারেন।

                    eSanjeevaniOPD কি
                    ____________________
                    eSanjeevani- এর উপর ভিত্তি করে ভারত সরকারের প্রধান টেলিমেডিসিন প্রযুক্তি যা সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং (মোহালি) দ্বারা তৈরি। ... স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার এবং সি-ড্যাক মোহালিতে ই-সঞ্জীবনী ওপিডি দল, আপনাকে বাড়িতে থাকার জন্য আহ্বান জানায়।



               

                   প্রধানমন্ত্রীর নতুন প্রকল্প
          ESanjeevani OPD আবেদন পদ্ধতি

          _________________________________

         ONLINE এ আবেদন করতে হবে । এটার জন্য
         সরকারের Official Website গিয়ে আবেদন করতে হবে ।

                    প্রধানমন্ত্রীর নতুন প্রকল্প
                    ই সঞ্জীবনী Legal Notice

                    -------------------------------------

        -ই-সঞ্জীবনী  AB-HWC ২০১৯ ministry সালের নভেম্বরে স্বাস্থ্য মন্ত্রণালয় চালু করেছিল এবং এটি ডিসেম্বর ২০২২ সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত স্কিমের অধীনে চিহ্নিত মেডিকেল কলেজ হাসপাতালের সাথে মিলিয়ে ১,৫৫,০০০ স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রে বাস্তবায়িত হবে ।

                   প্রধানমন্ত্রীর নতুন প্রকল্প
                 ESanjeevani Official Website
                 
____________________________                

        Official Website-       https://esanjeevaniopd.in/

        









e -Shram Online Registration

 e -Shram Portal [ Registration ]






       ই-শ্রম কার্ড পোর্টাল [ Introduction ]

       _________________________________


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবর্ষের শ্রমিক ও কৃষকদের ই-শ্রম নামে নতুন  পোর্টাল চালু করেছে। 


e-SHRAM পোর্টালে নাম নথিভুক্ত করা থাকলে আবেদনকারী ২,০০০,০০০ টাকা বীমা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা পাবেন । সাধারণ মানুষের কোন দুর্ঘটনার জন্য ও শ্রমিকরা কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প [ e-SHRAM পোর্টালে ] সামাজিক সুরক্ষার সুবিধা পাবেন ।




                   e-Shram Card 

                      প্রধান উদ্দেশ্য 

           ___________________________


            ১) ভারতের শ্রমিকদের ন্যূনতম সামাজিক সুরক্ষার প্রদান করা ।

            

           ২) ভারতের শ্রমিকদের পাশে থাকা


           ৩) সরকারের নতুন প্রকল্পে সুবিধা প্রদান করা

           ৪) অসংগঠিত শ্রমিকদের বীমার সুবিধা প্রদান করা ।


           ৫) সরকারের আসল উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের অর্থনৈতিক সাহায্য ঘটানো ।





                 e-Shram (ই-শ্রম প্রকল্পে) 

          কারা কারা আবেদন করতে পারবে

           ___________________________


ভারতের সব ধরনের কৃষক ও শ্রমিকরা এই পোর্টালের জন্য সরকারের Official Website গিয়ে আবেদন করতে পারবেন ।

যেমন -



         ১)  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক


         ২) মাছ চাষে যুক্ত কৃষকরা


         ৩) জমিতে চাষের কাজে যুক্ত কৃষকরা

         

         ৪) দুধ বিক্রেতা


         ৫) ইটভাটা শ্রমিকরা


         ৬) অভিবাসী শ্রমিক


         ৭) মিলের শ্রমিক


          ৮) অটো/ রিক্সা/ ভেন- চালক 


          ৯) গৃহকর্মী , নাপিত , সংবাদপত্র বিক্রেতা

Other ইত্যাদি ।


        

 Notice - 

      [  ১৬ থেকে ৫৯ বছরের  ] মধ্যে বয়স হতে হবে ।



                


                    e-Shram (ই-শ্রম প্রকল্পে) 

   আবেদন করতে কি কি Documents লাগবে

   ________________________________________


             ১) আধার কার্ড 


             ২)  রেশন কার্ড 


             ৩) Phone Namber যেটা আধার কার্ড 

                     সাথে লিংক করা ।


             ৪) ইলেকট্রনিক বিল 


             ৫) Bank Passbook [ যে কোনো সরকারি Bank বই হলে চলবে ।




      Notice :- 

        e-Shram Card রিনিই করতে লাগবে না 

        সরকারের নতুন প্রকল্প বাস্তবায়ন এই  e-Shram Card সারা জীবন Active থাকবে ।


               

       e-Shram Card করতে কি টাকা লাগবে 

           -----------------------------------------------------

                  না । কোন টাকা পয়সা লাগেনা  e-Shram Card করতে ।



         E-Shram Card মহিলারা করতে পারবে

                   ________________________

         

                               হে  মহিলারা 

                        করতে পারবেন কিন্তু তাকে 

                        মহিলা শ্রমিক হতে হবে ।




               e -Shram Portal [ Registration ]

                       কি ভাবে করবেন 

                _________________________



                সরকারের  Official Website

                [@eshram.gov.in] Open করো 


                                 Next 


              Register on e-Shram লেখা আছে ওখানে ক্লিক করুন এবং Self Registration ক্লিক করুন    


                                 Next


        নিজের Phone Namber আর কেপচার কোড 

        বসানোর পারে । EPFO আর ESIC Yes /No করতে হবে । তারপর  pH nb otp বসানোর পারে আপনার আবেদন From খুলে যাবে।


                                 Next



 তার পরে সঠিক ভাবে From করে Legal Documents Upload করবেন । মনে রাখবেন From Fill-up কোন ভুল করবেন না।


                             Next



  From Fill-up হয়ে গেলে আপনি e -Shram Card পাবেন আর UAN Namber আপনারe -Shram Card লেখা থাকবে । 



    














    

AYUSHMAN BHARAT - PRADHAN MANTRI JAN AROGYA YOJAN


 AYUSHMAN BHARAT [আয়ুষ্মান ভারত ]Ayushman Bharat Digital Mission |PRADHAN MANTRI JAN AROGYA YOJAN



দেশের স্বাস্থ্য পরিষেবার অগ্রগতিতে বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী [ PM Modi‌ ]। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের { Ayushman Bharat Digital Mission } সূচনা করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ভার্চুয়াল অনুষ্ঠান থেকে প্রত্যেক দেশবাসীর জন্য হেলথ আইডি কার্ডের ঘোষণা করলেন ।


                     [ Young Bengal Network ]









সামাজিক সুরক্ষা যোজনা SSY [ Samajik Suraksha Yojana ] 2022-23


 

সামাজিক সুরক্ষা যোজনা  SSY [ Samajik Suraksha Yojana ]  সামাজিক সুরক্ষা যোজনা SSY [ Samajik Suraksha Yojana ] 2021-22



সামাজিক সুরক্ষা যোজনা  SSY [ Samajik Suraksha Yojana ]  2021-22
২০১৭ সাশে সমগ্র পশ্চিমবঙ্গে চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গে বাস করতে হবে। বয়স 18 থেকে 60 হতে হবে এবং পারিবারিক উপার্জন মাসে 65 হাজার টাকার বেশি হওয়া চলবে না।নির্মাণ কর্মী এবং পরিবহন কর্মীদের জন্য আয়ের ঊর্ধ্বসীমা নেই।

               সামাজিক সুরক্ষা যোজনা 
            [ Samajik Suraksha Yojana ]

                   কি কি সুবিধা পাবেন ✓
         

শিক্ষা [ Education ]  সুবিধা 
_______________________________

( 1 )  CLASS 11 পরাশোনা করার জন্য ৪,০০০ টাকা পাবেন ।

( 2 ) Class 12 ( H.S ) পরাশোনা করার জন্য ৫,০০০ টাকা পাবেন ।

( ৩ ) পলিটেকনিক পরাশোনা করার জন্য বাৎসরিক ১০ হাজার হাজার টাকা 

  ( ৪ ) ডাক্তারি/ইঞ্জিনিয়ারিং নিয়ে পরাশোনা করার জন্য বাৎসরিক ৩০ হাজার টাকা করে লাভ পাবেন।

  ( ৫ ) আই টি আই ( ITI ) প্রশিক্ষণরত বাৎসরিক ৬ হাজার  টাকা করে লাভ পাবেন ।
 
( ৬ )  স্নাতক স্তরে পাঠরত (কলা/বিজ্ঞান/বাণিজ্য) বাৎসরিক ৬ হাজার টাকা করে লাভ পাবেন ।

( ৭ ) দুটি কন্যা সন্তান এর স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা শেষ করার জন্য প্রত্যেক কে ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হবে ।এই সুবিধা ওই কন্যাদের পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অবিবাহিত থাকলে তবেই টাকা প্রদান করা হবে।

              স্বাস্থ্য ও পরিবার কল্যাণ: ( ✓ )
                   সামাজিক সুরক্ষায় সুবিধা

                  __________________________

                       Points  No -( 1 )

আবেদনকারী বা তার পরিবারের সদস্যরা ২০,০০০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন অসুস্থতার কারণে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম
( West Bengal Health Scheme )-২০০৮ -এর অন্তর্ভুক্ত হাসপাতালে ।

                       Points  No -( 2 )

শল্য চিকিৎসার ক্ষেত্রে একজন উপভোক্তা এবং অথবা তার পরিবারের সদস্যরা সর্বোচ্চ ৬০,০০০০ হাজার টাকা বাৎসরিক আর্থিক সাহায্য পাওয়ার অধিকারী হবেন।

                       Points  No -( 3 )

দুর্ঘটনাজনিত কারণে একজন উপভোক্তার কর্মদিবস নষ্ট হলে, ওই উপভোক্তা কে প্রথম ৫ দিনের ১,০০০  টাকা এবং বাকি দিনগুলি প্রতিদিনের জন্য অতিরিক্ত ১০০ টাকা করে সর্বোচ্চ ১০,০০০ হাজার টাকা পর্যন্ত দেওয়া যাবে। এই সুবিধা কেবলমাত্র উপভোগ তাকেই দেওয়া হবে।

            ভবিষ্যনিধি [ Life Time ] 
            সরকারের নতুন ঘোষণা

            ____________________________

          ১ )    উপভোক্তা - মাসিক ২৫ টাকা

          ২)   সরকারি অনুদান-মাসিক ৩০ টাকা

          ৩)    কেন্দ্রীয় সরকার সময়ে সময়ে যে হারে সাধারন ভবিষ্যনিধি প্রকল্প সুদ প্রদান করে রাজ্য সরকারও সেই হারে ওই কর্মচারীর তহবিলে সুদ প্রদান করে।

          ৪) কর্মচারীর ৬০বছর বয়স উত্তীর্ণ হলে অথবা ওই প্রকল্পে গ্রাহকের একাউন্ট বন্ধ হয়ে গেলে অথবা মৃত্যুর কারণে একাউন্ট চালু না থাকলে সুদ সহ সমস্ত পুঞ্জিভূত টাকা ওই শ্রমিককে অথবা তার মনোনীত ব্যক্তিকে বা বৈধ উত্তরাধিকারী কে ফেরত দেওয়া হবে।


         ৫ ) মৃত্যু ও শারীরিক অসমর্থ্যতা:মৃত্যু: দুর্ঘটনার কারণে মৃত্যু হলে দুই লক্ষ টাকা প্রদান। স্বাভাবিক মৃত্যুকে ৫০,০০০০ হাজার টাকা প্রদান শারীরিক অসমর্থ্যতা: উপভোক্তার ন্যূনতম ৪০%  শারীরিক অসমর্থতা থাকলে ৫০,০০০০ হাজার টাকা প্রদান।  উপভোক্তার দুর্ঘটনাজনিত কারণে দুটি চোখের দৃষ্টিশক্তি হারালে, দুটি হাতের কর্মক্ষমতা অথবা দুটি পায়ের চলশক্তি শক্তি হারালে ২,০০০,০০০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। উপভোক্তার দুর্ঘটনাজনিত কারণে একটি চোখের দৃষ্টিশক্তি হারালে, ১,০০০,০০০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ।

                সামাজিক সুরক্ষা যোজনা 
            [ Samajik Suraksha Yojana ]


আবেদন পদ্ধতি /সামাজিক সুরক্ষা যোজনা আবেদন :-

      ১ ) Online Apply এবং Offline এ আবেদন করা যাবে ।

Notice :-
সামাজিক সুরক্ষা যোজনা PDF
Download বা Online From আমাদের Website থেকে Download করেনিতে পারেন ।










প্রধানমন্ত্রীর নতুন প্রকল্প | ESanjeevani

                        প্রধানমন্ত্রীর নতুন প্রকল্প                              ই সঞ্জীবনী প্রকল্প                           ___________...

Government Services